শহরে ডিজেল চালিত গাড়ি বাতিলের সিদ্ধান্ত

  02-12-2016 06:19PM

পিএনএস: বিশ্বজুড়ে বায়ুদূষণ প্রতিরোধে ডিজেল চালিত গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের চারটি প্রধান শহর। বিশ্বের পরিবেশ দূষণ রুখতে বড় পদক্ষেপ নিয়েছে শহরগুলো।

প্যারিস, মেক্সিকো সিটি, মাদ্রিদ এবং এথেন্স ২০২৫ সালের মধ্যে ডিজেল চালিত গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ওই চার শহরের মেয়রদের দাবি, ডিজেল বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তাই এসব যানবাহন ব্যবহার বন্ধ করলে দূষণের মাত্রা অনেকটাই কমে যাবে।

শুধু তাই নয় শহরবাসীদের হাঁটা ও সাইকেলে যাতায়াতের জন্য সচেতনতা বাড়ানোও হচ্ছে। ওই চার দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বৈদ্যুতিক ও ব্যাটারি চালিত গাড়ি তৈরি শুরু করেছে। এদিকে, ইতিমধ্যেই ভারতের বেশির ভাগ শহরে ১০ বছরের পুরনো ডিজেল চালিত গাড়ি বাতিল ঘোষণা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় তিরিশ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন