পাওয়া গেল ১৪০০ বছরের পুরোনো লকেট

  02-12-2016 09:41PM

পিএনএস ডেস্ক: যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের লিটলহ্যাম্পটন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার ৪০০ বছরের একটি পুরোনো লকেট। অ্যাংলো-সাক্সনদের ব্যবহৃত লকেট এটি। ধাতু ও কাঁচের তৈরি লকেটটির ওপরে রয়েছে গোলাকৃতির নকশা। আর এর আংটায় দেওয়া হয়েছে পশুর মাথার রূপ। ধারণা করা হচ্ছে, এটি তৈরি হয়েছিল ৬০০ থেকে ৭৫০ খ্রিস্টাব্দে দিকে।

বিশেষজ্ঞরা জানান, জাতীয় ইতিহাসের জন্য লকেটটি বেশ গুরুত্বপূর্ণ। আর সঙ্গে সঙ্গেই সেটি লুফে নেয় ব্রিটিশ মিউজিয়াম।
গত বছর গ্রীষ্মে লকেটটি খুঁজে পান টিনডাল জোনস নামের এক ব্যক্তি। নিজ বাড়িতে মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান চালানোর সময় হঠাৎ পেয়ে যান লকেটটি। তখন তিনি ওই লকেটটির গুরুত্ব অতটা বুঝতে পারেননি।

টিনডাল জোনস বলেন, ‘এই ধরনের জিনিস এটাই বুঝতে সাহায্য করে, অ্যাংলো সাক্সনরা মোটেও হানাদার বর্বর ছিল না। তারা ছিল অনেক দক্ষ। আমি এখনো বুঝতে পারছি না, এটি কীভাবে তারা তৈরি করেছিল। এটি এমনই একটি অসাধারণ জিনিস, যা এ যুগের স্বর্ণকারদের তৈরি করতেও বেশ ঘাম ছোটাতে হবে।’

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন