প্রথমবার চীনে আরবি শিক্ষা কোর্স চালু

  03-12-2016 01:21AM

পিএনএস ডেস্ক : সৌদি আরব পূর্ব এশিয়ায় আরব সংস্কৃতি প্রসারে আগ্রহী হয়ে উঠেছে। এ লক্ষ্যে দেশটি চীনে প্রথমবারের মতো একটি আরবি শিক্ষা কোর্স চালু করতে যাচ্ছে।
সৌদি লেখক ও অ্যাক্টিভিস্ট নাসরিন কাওয়াস একথা জানান। খবর এএফপির।
নাসরিন তার লেখালেখির মাধ্যমে চীনে সৌদি সংস্কৃতি পরিচিত করে তুলছেন।
তিনি বলেন, সংস্কৃতিক ব্যবধান ঘোচানোর লক্ষ্যে ওএসএএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি ব্যাপক গবেষণা ও সমীক্ষার মাধ্যমে এ কোর্সটি প্রণয়ন করে।
তিনি বলেন, চায়না সংস্কৃতির শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাত বছর ধরে গবেষণার পর তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে চীনা ভাষায় শিক্ষা সংক্রান্ত পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে পাঠদান ও শিক্ষন সংক্রান্ত বিভিন্ন পদ্ধতির পাশাপাশি বিশেষ কিছু বিষয়ে বিবেচণায় নিতে হবে।
আর সে অনুযায়ী তারা চায়না সংস্কৃতির উপযোগী করে আরবি ভাষা শিক্ষার বইয়ের একটি সিরিজ তৈরি করেছেন।
নাসরিনকে তার এ গবেষণা ও সমীক্ষার জন্য চীনা রাষ্ট্রদূত ২০১৬ সালের এপ্রিল মাসে তাকে সম্মানিত করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন