পেরুতে ভূমিকম্পে নিহত ১

  03-12-2016 10:07AM


পিএনএস ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দেশটির লাম্পা শহর থেকে ৫৮ কিলোমিটার দূরে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

দেশটির জাতীয় বেসামরিক নিরাপত্তা ইনস্টিটিউট জানায়, ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ভূমিকম্পে অকুভিরি জেলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া লাম্পায় অন্তত ৮টি বাড়ি ও পারাতিয়া জেলায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন