আফগানিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার হবে : ঘানি

  03-12-2016 05:53PM

পিএনএস: আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ করেছেন।

শনিবার প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে আফগান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে দেশটির সঙ্গে অভিন্ন কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট সম্পর্কের কথা উল্লেখ করেন।

ঘানি বলেন, ট্রাম্পের নেতৃত্বে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা করেন।

টেলিফোনে আলাপকালে আফগান প্রেসিডেন্ট সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এবং আফগানিস্তানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, আফগানিস্তানের প্রচুর প্রাকৃতিক খনিজ পদার্থ রয়েছে যা দেশটির অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অর্থনৈতিক উন্নতি অর্জনে আফগানিস্তানকে সহায়তা করতে তার প্রশাসন প্রস্তুত রয়েছে।

উভয় নেতা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, আফগানিস্তান ও এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ট্রাম্প আফগান নিরাপত্তা বাহিনীর সামর্থ্যরে প্রশংসা করে বলেন, তার আমলে যুক্তরাষ্ট্র আফগান সরকার ও জনগণের পাশে দাঁড়াবে।

টেলিফোনে আলাপকালে ট্রাম্প দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ঘানিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান। ঘানি ট্রাম্পের এ আমন্ত্রণ গ্রহণ করেন।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন