নেদারল্যান্ডে বোরখা ও নিকাব নিষিদ্ধ

  04-12-2016 01:04PM

পিএনএস ডেস্ক: নেদারল্যান্ড সরকার সংসদের নিম্নকক্ষে পাস হলো একটি আইন। এই আইন বলছে, সরকারি ভবনে বোরখা ও নিকাব পরা যাবে না। তবে রাস্তায় কিংবা পার্কে পরতে সমস্যা নেই। নেদারল্যান্ড সরকার এমনই একটি আইন পাস করিয়ে করল।

এর ফলে নেদারল্যান্ডসের হাসপাতাল, স্কুল ও গণপরিবহনসহ বেশকিছু জায়গায় সম্পূর্ণ মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না মহিলারা। স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাস্টের্ক সংসদকে বলেন, বোরখা ও নিকাবের কারণে মুখ ঢেকে যাওয়ায় যোগাযোগে সমস্যা হয়।

অথচ যোগাযোগের ক্ষেত্রে একে অপরকে দেখতে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই আইন না মানলে ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। অবশ্য আইনটি এখনই কার্যকর হয়ে যাচ্ছে না। তার আগে সংসদের উচ্চকক্ষের অনুমোদন লাগবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন