সাঁতার কেটে সেনেগাল থেকে ব্রাজিল!

  04-12-2016 03:32PM

পিএনএস ডেস্ক: আটলান্টিক মহাসাগরে সাঁতার কেটে পেড়িয়ে গেলেন ৩৮ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তা বেন হুপার (Ben Hooper) নামে এক ব্রিটিশ নাগরিক। আর এই কাজটি করার জন্য তাকে বিগত তিন বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছিল। গত ১৩ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের উপকূল থেকে সাঁতার শুরু করেন তিনি। প্রতিজ্ঞা পূরণ করতে পারলে তিনিই হবেন, সেনেগাল থেকে ব্রাজিল পর্যন্ত ১ হাজার ৬৩৫ নটিক্যাল মাইল পথ সাঁতরে পাড়ি দেওয়া প্রথম ব্যক্তি।

জানা যায়, ডাকারের রোদেলা উপকূল থেকে ঐতিহাসিক সাঁতারটি শুরু করার সময় সবার উদ্দেশে বেন হুপার বলেছিলেন, দেখা হবে ব্রাজিলে!

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন