লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন মোদি

  04-12-2016 05:12PM

পিএনএস ডেস্ক: অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’ -এ যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বর্ণ-মন্দিরের লঙ্গরখানায় নিজ হাতে খাবার পরিবেশন করলেন।

নিজ দেশের সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলা মোদি অমৃতসর পৌঁছেই স্বর্ণ-মন্দিরের মাটিতে মাথা ঠেকান। এরপরে সেখানকারই লঙ্গরখানায় বালতি হাতে সাধারণ মানুষকে খাবার পরিবেশন করেন মোদি। ওই স্বর্ণ-মন্দিরে মোদি প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। এর আগে ভারতের অনেক প্রধানমন্ত্রী স্বর্ণ-মন্দিরটি পরিদর্শনে আসেন। কিন্তু ভারতের কোনো প্রধানমন্ত্রীর খাবার পরিবেশন করার ঘটনা এটাই প্রথম। খবর এনডিটির।

উল্লেখ্য, শনিবার ওই মন্দিরে ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ লোক খাবার খেয়েছেন।

অমৃতসরে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে মোদির সঙ্গে ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজও এই সম্মেলনে যোগ দিবেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন