কঙ্গোয় গোত্র ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৩১

  06-12-2016 11:55AM


পিএনএস ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে গোত্রগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। বিবিসি বলছে, মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে একটি ঐতিহ্যবাহী গোত্রের প্রধানের পদ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘাত ছড়িয়ে পড়ে।

ডেপুটি গভর্নর হুবার্ট মিঙ্গহো নভিউলা বলেন, নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্যকে এই বিবাদ নিরসনের জন্য পাঠানো হয়েছিল। নিহতদের মধ্যে তারাও রয়েছেন। গোষ্ঠীটির ১৮ জন সদস্যও নিহত হয়েছেন। নভিউলা বলেন, প্রত্যন্ত ওই প্রদেশের শহর সিকাপায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রায় গোত্রগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বাধে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন