‘আম্মা’র আসনে পান্নিরসিলভাম

  06-12-2016 03:32PM

পিএনএস ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় রাজনীতিক জয়রাম জয়ললিতা গতকাল সোমবার রাতে মারা গেছেন। এ পদে স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর একান্ত অনুগত ও পান্নিরসিলভাম।

হৃদযন্ত্র বিকল হয়ে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় জয়ললিতার।

রাজনীতির মাঠে জয়ললিতার খুবই কাছের মানুষের একজন হিসেবে পরিচিত ৬৫ বছর বয়সী পান্নিরসিলভাম। এর আগেও দুবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ওই সময় বিভিন্ন কারণে পদত্যাগ করতে হয়েছিল জয়ললিতাকে। এ ছাড়া বিভিন্ন সময়ে আটটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন পান্নিরসিলভাম।

জয়ললিতার মৃত্যুর পর গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ও পান্নিরসিলভাম। তাঁকে শপথবাক্য পাঠ করান গভর্নর সিএইচ বিদ্যাসাগর রাও। ওই সময় জয়ললিতার মন্ত্রিসভার ৩১ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।

গত রোববার সন্ধ্যায় জয়ললিতার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। পরে অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়। পরে গতকাল রাতে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

গণমাধ্যমে জয়ললিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতের রাজনৈতিক অঙ্গনে। তাঁর মৃত্যুতে তামিলনাড়ুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ভারতজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন