ভিসা পেলেন বিশ্বের সবচেয়ে মোটা নারী!

  06-12-2016 07:31PM

পিএনএস ডেস্ক: অবশেষে বিশ্বের সবচেয়ে মোটা নারীর চিকিত্সার জন্য ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। টুইটারের মাধ্যমে এ ঘটনা জানলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভিসা দেওয়ার আশ্বাস দেন।

৩৬ বছরের মিশরীয় ওই নারী ভারতে চিকিৎসা করানোর জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা নাকচ হয়ে যায়। পরে তার চিকিৎসক টুইটারের এ ঘটনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানান।

সোমবার মুম্বাইয়ের চিকিৎসক মুফি লাখদাওয়ালা সুষমা স্বরাজকে টুইটারে ইমান আহমেদ নামের মিশরীয় ওই নারীর কথা জানান। সেই দিনই মন্ত্রী তার আবেদনের উত্তর দেন। বর্তমানে কিডনির সমস্যা নিয়ে মন্ত্রী সুষমা স্বরাজও হাসপাতালে চিকিৎসাধীন।

মিশরীয় নারী ইমানের ওজন বর্তমানে ৫০০ কিলোগ্রাম। আর এই ওজনের জন্য গত ২৫ বছর ধরে তিনি সজ্জাসায়ী এবং গৃহবন্দি হয়ে রয়েছেন। ইমান দিনের পর দিন যে রোগে ভুগছেন সেটির নাম এলিফেন্টটিয়েসিস।

এই রোগের কারণে মানব শরীরে পানি জমতে শুরু করে। জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ওজন বাড়তে শুরু করে। মাত্র ১১ বছর বয়সে অসুস্থতার কারণে তাকে স্কুল ছাড়তে হয়। সেই থেকেই ইমান গৃহবন্দি জীবনযাপন করছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন