চীনের পাল্টা হুঁশিয়ারি

  07-12-2016 03:57AM

পিএনএস, ডেস্ক : আপনি কী আমাদের মোটা মেষশাবক হিসেবে দেখতে চান? এসব ভুলে যান। মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সতর্কবাণী চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’–এর।
রোববার রাতে আবার টুইট করে চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। ইয়েনের দাম ইচ্ছাকৃতভাবে কমিয়ে রেখেছে চীন, অভিযোগ করেছিলেন তিনি। তাছাড়া, দক্ষিণ চীন সাগরে চীন যেভাবে সেনা মোতায়েন করছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এই নিয়ে মঙ্গলবার গ্লোবাল টাইমস–এর সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।’ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌজন্য বশত তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
নির্বাচনের আগে চীনের বিরুদ্ধে নানা বিষয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। ভোটে জিতেও যে তিনি একই অবস্থান বজায় রাখবেন তা ভাবতে পারেনি বেজিং।
তবে বেজিং এখনও মনে করে, কূটনৈতিক ব্যাপারে ট্রাম্প অনভিজ্ঞ। সেই অনভিজ্ঞতা থেকেই ট্রাম্প এই রকম আল টপকা মন্তব্য করছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন