পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ৪৭ জনের মৃত্যু

  07-12-2016 08:29PM

পিএনএস: কলম্বিয়ায় ব্রাজ়িলের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৭৬ জনের। সেই স্মৃতি এখনও টাটকা।

এবার পাকিস্তানেও ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি চিত্রাল থেকে ইসলামাবাদ যাচ্ছিল। মাঝপথে অ্যাবোটাবাদের কাছে ভেঙে পড়ে বিমানটি। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে বিমানটিতে মোট ৪৭ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে।

স্থানীয় সময়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে টেক অফ করে। বিকেল ৪.৪০ মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছনোর কথা ছিল PK-৬৬১ নম্বরের বিমানটির। কিন্তু, মাঝপথেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক সরকারি কর্মকর্তা তাজ মোহাম্মদ খান জানিয়েছেন, বিমানটি যে অঞ্চলে ভেঙে পড়েছে, সেটি পাহাড়ি এলাকা। বিমানটি টুকরো টুকরো হয়ে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছে। সবকটি দেহই এমনভাবে ঝলসে গেছে যে, চিহ্নিত করাই অসম্ভব। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি মাটিতে ভেঙে পড়ার আগে আকাশে আগুন জ্বলতে দেখা গেছে। পাকিস্তান মিডিয়াগুলোতে দুর্ঘটনার যে ভিডিওতে চলছে, তাতে দেখা গেছে পাহাড়ের কোলে বিমানের পেছনের অংশের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হতে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন