মৃত্যুর পর জয়ললিতার মুখে চারটি ছিদ্র!

  08-12-2016 12:12PM

পিএনএস ডেস্ক: ভারতের রাজাজি হলে দীর্ঘক্ষণ শায়িত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বাম গালে চারটি বিন্দু দেখা গিয়েছিল। সেগুলো আসলে চারটি ছিদ্র। কিন্তু মৃতদেহের মুখে এরকম ছিদ্র থাকবে কেনো আর কেই বা এমন কাজটি করলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

মর্গ নয়, মৃতদেহের পাশে কোনো বরফও নেই। তবু ঘণ্টার পর ঘণ্টা ধরে চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শরীরে পচন ধরেনি। কেনো পচন ধরেনি তার রহস্য লুকিয়ে রয়েছে আম্মার মুখের ওই কয়েকটি বিন্দুতে।

চিকিৎসকরা জানিয়েছেন, মুখের ওই দাগ আসলে কয়েকটি ছিদ্র। মরদেহের পচন রোধ করতে ওই ছিদ্রপথে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিছু রাসায়নিক। পচনকারী ব্যাক্টেরিয়া ধ্বংস করে সেই রাসায়নিকই সাময়িক সতেজ রাখে মৃতদেহ। এই প্রক্রিয়ার নাম এমবামিং, মৃত শরীরের বিকৃতি রোধ করতে যার জুড়ি নেই।

জানা গেছে, এমবামিংয়ের জন্য প্রয়োজনীয় মিশেলে থাকে ফর্ম্যালডিহাইড, গ্লুটারালডিহাইড, মেথ্যানল-সহ একাধিক রাসায়নিক।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন