দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে পার্লামেন্ট

  09-12-2016 02:53PM


পিএনএস ডেস্ক: দুর্নীতিজনিত কেলেঙ্কারিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসিত করার পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট। শুক্রবার (৯ ডিসেম্বর) পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে এ রায় আসে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও কিছুদিন সময় লাগবে। অর্থাৎ ৯ বিচারক বিশিষ্ট সাংবিধানিক আদালতই চঢ়ান্ত সিদ্ধান্ত জানাবে যে পার্ক অভিশংসিত হবেন কি হবেন না। ছয় মাসের মধ্যে তারা রায় দেবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিত পার্লামেন্টের ভোটাভুটিতে ২৩৪ জন পার্ককে অভিশংসিত করার পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় ৫৬ জন। এর মানে হলো পার্কের দল সায়েনুরি পার্টির কিছু সদস্যও তাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন