জয়াপতি আর নেই

  09-12-2016 08:21PM

পিএনএস: উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে জয়াপতি (৮৪) আর নেই।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে লন্ডনের বারনেট হাসপাতালে পরলোকগমন করেন তিনি।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়াপতির বাবা দানবীর রণদা প্রসাদ সাহা মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী কর্তৃক অপহৃত হন। সে সময় কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজসহ বাবার শিক্ষা, স্বাস্থ্য সেবামূলক কর্মকাণ্ড নির্বাহের জন্য বাবা ও ভাইয়ের অনুপস্থিতিতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জয়াপতি।

২০০০ সালে ভ্রাতুষ্পুত্র রাজীব প্রসাদ সাহাকে এই দায়িত্ব অর্পণ করে অবসরে যান তিনি। ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা ছিলেন। তার স্বামী ডা. বিষ্ণুপদ পতি কুমুদিনী হাসপাতালের সুপারিনটেনডেন্ট ছিলেন। দুজনই লন্ডনে অবসর জীবনযাপন করছিলেন।

জয়াপতি স্বামী, মেয়ে, জামাতা, ছেলে, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট শোকাহত। কুমুদিনী পরিবার শোকাবহ এ সময়ে দেশবাসীর দোয়া চেয়েছেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন