সব দায় নিয়ে মোদীকে গদি ছাড়ার পরামর্শ দিলেন মমতা

  10-12-2016 01:52AM



পিএনএস ডেস্ক : নোট বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে দেশের অর্থ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে নোট ইস্যুতে প্রায় এক ঘণ্টা ধরে সাংবাদিক বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীকে তুলোধোনা করে মমতা বলেন, প্রধানমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক অধিকার মোদীর নেই।
মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, গদি ছেড়ে দিন। দেশের সরকার বেলাইন হয়ে গিয়েছে। কোনো পরিকাঠামো ছাড়াই এই সিদ্ধান্ত নেয়ার ফলে দেশের যে হাল হয়েছে, তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। এখন ভোট হলে বিজেপি ‘বোল্ড আউট’ হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, নোট বাতিলের সিদ্ধান্তের সুবিধা দেশবাসী নয়, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরাই পেয়েছেন। বিজেপির লোকজনই জমি, হীরে প্রভৃতি কিনেছে, ব্যাংকে রাশি রাশি টাকা রেখেছে। জনধন অ্যাকাউন্টে যে কালো টাকা ঢুকেছে, তার পিছনেও বিজেপি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার কথায়, কালো টাকা উদ্ধার নয়, নোট বাতিল করে আসলে কালো টাকার কারবারিদেরই সাহায্য করছে মোদী সরকার।
সূত্র: বর্তমান

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন