‘খলিফা’ মহেশের হাতযশে ধনী ব্যবসায়ী আজ ট্যাক্সিচালক

  10-12-2016 09:16AM


পিএনএস ডেস্ক: বিপুল পরিমাণ কালো টাকাসহ পুলিশের জালে আটক হয়েছেন আহমেদাবাদের ব্যবসায়ী মহেশ শাহ। ১২ বছর আগে এই ব্যক্তিই ৫০ লাখ রুপি প্রতারণা করেন।

বর্তমানে সেই প্রতারিত ব্যবসায়ী ট্যাক্সি চালিয়ে দিন কাটাচ্ছেন।

১৩,৮৬০ কোটি রুপি অঘোষিত আয়ের জেরে হাজতে ঠাঁই হওয়া মহেশ শাহের বিরুদ্ধে আরও অপরাধের অভিযোগ উঠল। আহমেদাবাদের এক ব্যবসায়ী জানিয়েছেন, ১২ বছর আগে তাঁকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৫০ লাখ রুপি প্রতারণা করেন মহেশ।

১২ বছর আগে অভিযোগকারী একটি ইট ভাটার মালিক ছিলেন। সেই সময় মহেশ এসে তাঁকে জানান, আহমেদাবাদের কাছে একটি জৈন মন্দির তৈরি করার বরাত পেয়েছেন। নির্মাণ কাজে ব্যবহৃত সমস্ত উপকরণ তাঁকেই জোগাড় করতে হবে বলে দাবি করেন মহেশ। তিনি জানান, ওই ইট ভাটা মালিকের থেকেই সমস্ত কাঁচামাল কেনা হবে। সেই বরাত পাইয়ে দেয়ার জন্য এর পরে ভাটার মালিকের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন মহেশ। তাঁকে বিশ্বাস করে টাকা দিয়ে দেন ভাটার মালিক। কিন্তু এর পর থেকেই তাঁকে এড়িয়ে যেতে শুরু করেন মহেশ শাহ।

দিনের পর দিন মহেশের পেছনে ঘুরেও টাকা আদায় করতে ব্যর্থ হন ওই ব্যবসায়ী। অন্যদিকে, মন্দির তৈরির কাঁচামাল জোগান দেয়ার কোনো বরাতও তাঁর জোটেনি। ক্রমে দেউলিয়ার খাতায় নাম লেখাতে হয় একদা স্বচ্ছল ব্যবসায়ীকে। একদা যিনি সানন্দ রোডের উপর একাধিক ইট ভাটার মালিক ছিলেন, গ্রাসাচ্ছাদনের জন্য বর্তমানে তাঁকে ট্যাক্সি চালিয়ে আয় করতে হয়।

শুধু এই হতভাগ্য ব্যবসায়ীই নন, জানা গেছে আহমেদাবাদের বেশ কয়েকজন বাসিন্দাই মহেশের প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক হাজতে যাওয়ার পরে একে একে তাঁরা মুখ খুলতে শুরু করেছেন। সূত্র: এই সময়

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন