শরণার্থীকে নারী সাংবাদিক লাথি মারার ঘটনায় …..

  14-01-2017 07:56AM

পিএনএস ডেস্ক: হাঙ্গেরিতে শরণার্থীকে লাথি মারার সেই আলোচিত ঘটনায় নারী সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সার্বিয়ার সীমান্তে ছবি তুলতে গিয়ে শরণার্থীকে লাথি দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই কারাদণ্ড দিয়েছে।

রায়ে বিচারক ইলেস নানাসি বলেন, লাসলোর আচরণ ছিল সামাজিক মূল্যবোধের পরিপন্থী। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাস যে আইনজীবীর সাহায্য নিয়েছিলেন, তার ব্যাখ্যা প্রত্যাখ্যাত হয়েছে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর পুলিশ বেষ্টনী ভেঙে হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে শরণার্থীরা পালানোর চেষ্টা করে। পেট্রা ল্যাসলো নামের ওই নারী সাংবাদিক সেখানে ছবি তুলতে যান। তিনি এ সময় পালানোর চেষ্টাকালে দুই শরণার্থীকে লাথি দিয়ে ফেলে দেন। সেই দুই শরণার্থীদের মধ্যে একটি শিশু মেয়েও ছিল।

লাসলো বলেন, ‘আমি ঘুরেই দেখি কয়েকশ মানুষ আমার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছে। এটা ছিল ভয়ানক। ওই ঘটনার পর আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ’

এর আগে আদালতে মামলার শুনানির সময় মাঝেমধ্যেই সেই নারী সাংবাদিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

প্রসঙ্গত, ওই ঘটনার পর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছিল। পরে সংশ্লিষ্ট মিডিয়া তাকে চাকরি থেকেও বরখাস্ত করে দুঃখ প্রকাশ করেছিল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন