রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের সিনেট

  14-01-2017 10:40AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করে দেখবে মার্কিন সিনেট। নিরেট ইন্টেলিজেন্স কমিটি এই তদন্ত পরিচালনা করবে বলে জানিয়েছে বিবিসি।

রিপাবলিকান ও ডেমোক্রেটিক নেতারা এই তদন্ত কমিটির ওপর পূর্ণ আস্থা রাখবে বলে জানিয়েছে। এই তদন্তকারী দলটি রাশিয়ার সাইবার বিষয়ক কার্যক্রম পর্যালোচনা করে দেখবে। এই তদন্তের জন্য ওবামা সরকারের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার নেয়া হবে।


শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তদন্তকারী দলটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কোন কার্যক্রম খুঁজে বের করা বেশ কঠিন হবে বলে আমরা বিশ্বাস করি। এই কমিটির মূল লক্ষ্য রাশিয়ার সঙ্গে মার্কিন নির্বাচনে জড়িত কোন ব্যক্তি যোগাযোগ করেছে কিনা তা খতিয়ে দেখা। প্রয়োজনে বিষয়টি তদন্তের জন্য ব্যক্তি বা সংস্থা বিরুদ্ধে সমনজারি করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন