মার্কিন মুদ্রায় প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নারী

  14-01-2017 01:20PM


পিএনএস ডেস্ক: মার্কিন মুদ্রায় প্রথমবারের মতো লেডি লিবার্টি হিসেবে কৃষ্ণাঙ্গ নারীর প্রতিচ্ছবি ব্যবহার করা হয়েছে।

মার্কিন মিন্ট এবং ট্রেজারির ২২৫ বছর পূর্তিতে ২৪ ক্যারেটের এই বিশেষ স্বর্ণমুদ্রা প্রকাশ করা হয়।

মিন্টের অধ্যক্ষ ডেপুটি ডিরেক্টর জানান, শুধু এই কৃষ্ণাঙ্গ লেডি লিবার্টিই চমকের শেষ নয়। বরং মার্কিন মিশ্র সংস্কৃতিকে তুলে ধরতে আরও কয়েকটি ভিন্নরকম স্মারক মুদ্রা প্রকাশ করা হবে।

মুদ্রাটিতে ‘১৭৯২’, ‘২০১৭’, ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ খোদাই করা হয়েছে।

এসব মুদ্রায় উঠে আসবে এশিয়ান আমেরিকান, হিসপানিক আমেরিকান এবং ইন্ডিয়ান আমেরিকানদের রূপ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন