বিয়েতে রাজি না হওয়ায় পাকিস্তানি কিশোরীর ওপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ

  14-01-2017 01:43PM

পিএনএস ডেস্ক:বিয়ে করতে রাজি না হওয়ায় পাকিস্তানি দুই কিশোরীকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোঁড়া হল। এতে সেই দুই পাকিস্তানি কিশোরীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দুই কিশোরী যখন ঘুমিয়েছিল, তখন তাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোঁড়া হয়। সামরিন ও সনম নামে ওই দুই বোনের বয়স ১৯ আর ১৭। পাকিস্তানের লান্ধি এলাকার কুহি গোঠ এলাকায় এই ঘটনা ঘটেছে।

সামরিন ও সনমের বাবা কাদির বক্স জানিয়েছেন, তাদের এক আত্মীয় সাজিদ এই দুই বোনকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা সেই বিয়েতে রাজি হয়নি। সেই প্রস্তাবও ফিরিয়ে দেয় তারা। পরিবারের তরফ থেকেই ওই বিয়ে নাকচ করে দেওয়া হয়। বিয়ে না করলে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হবে বলেও জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক সেবনকারী একটি দলের সঙ্গেও যুক্ত ছিল সাজিদ। কাদির বক্স সাজিদের বিরুদ্ধে একটি এফআইআর করেছেন। এখনও পর্যন্ত সাজিদকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন