ভূমধ্যসাগরের অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

  15-01-2017 12:14PM


পিএনএস ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শতাধিক নিখোঁজের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ বিষয়ে অভিযান পরিচালনায় অংশ নেওয়া ইতালীয় কোস্ট গার্ড জানায়, লিবিয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ ও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

অভিযানে ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ, দুটি ট্রেড ভেসেল ও ওপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিখোঁজ অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে জানা যায়নি। এর আগে গত শুক্রবার ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সাড়ে ৫ শ অভিবাসীবাহী একটি নৌকা আটক করে ইতালীয় কোস্ট গার্ড।

এদিকে ২০১৭ সালের প্রথম দুই সপ্তাহেই সহস্রাধিক মানুষ অভিবাসনের প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি জানিয়েছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ৫ হাজার মানুষের সলিলসমাধি হয়, যা কোনো বছরে এযাবৎ সর্বোচ্চ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন