এথেন্সে রাষ্ট্রীয় খরচে মসজিদ তৈরির কাজ এপ্রিলে শেষ হচ্ছে

  16-01-2017 05:04PM



পিএনএস ডেস্ক: প্রায় দুই শতাব্দী পর এথেন্সে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে একটি মসজিদ নির্মিত হচ্ছে। চলতি বছরের এপ্রিলের শেষ নাগাদ এর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার গ্রিকের দৈনিক ‘কাথিমেরিনি’ এ তথ্য জানিয়েছে।

মসজিদটি গ্রিকের রাজধানীর কেন্দ্রস্থলের নিকটবর্তী সাবেক নৌ ঘাঁটিতে নির্মিত হচ্ছে।

মসজিদটি নির্মাণের জন্য গত আগস্টে দেশটির পার্লামেন্টে একটি বিল পাস করা হয়। এর আগে ঊনিশ শতাব্দীতে সরকারি উদ্যোগে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয়া হলেও কিছু স্বঘোষিত গ্রিক ‘দেশপ্রেমিক’ কর্তৃক মসজিদ নির্মাণের স্থানটি দখল করে নিলে এর নির্মাণ স্থগিত হয়ে যায়।

গত বছরের নভেম্বরের প্রথম দিকে দেশটির পুলিশের মধ্যস্থতায় দখলদারিত্বের অবসান ঘটিয়ে পুনরায় মসজিদটির নির্মাণ কাজ আরম্ভ করা হয়।

মসজিদটি উপরের দিকে খুব বেশি বৃদ্ধি করা হবে না এবং এতে কোনো মিনারও অন্তর্ভুক্ত করা হবে না। দুটি ব্লকে বিভক্ত মসজিদটিতে একই সঙ্গে ৩৫০ জন লোক নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি এতে পার্কিং এবং বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।

দেশটির জেনারেল অ্যাকাউন্টিং অফিস জানায়, মসজিদটি নির্মাণের প্রায় ১ মিলিয়ন ইউরো খরচ হবে এবং গ্রিক সরকার এর যাবতীয় খরচ বহন করবে।

গ্রিকের রাজধানীতে বেসরকারি উদ্যোগেও কয়েক ডজন মসজিদ নির্মিত হয়েছে। সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন