এরদোগানের ক্ষমতা বাড়াতে পার্লামেন্টের অনুমোদন

  17-01-2017 01:06AM


পিএনএস ডেস্ক: প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের ক্ষমতা বাড়ানো সংক্রান্ত নতুন সংবিধানের প্রাথমিক অনুমোদন দিয়েছে তুর্কি পার্লামেন্ট।
এ সপ্তাহের শেষের দিকে পার্লামেন্টে এনিয়ে দ্বিতীয় দফা ভোট হবে।
নতুন এ সংবিধানের আওতায় মন্ত্রিদের নিয়োগ ও বরখাস্ত করার করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রাখা হবে।
পরিবর্তিত সংবিধানের আওতায় তুরস্কের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ রহিত করা হবে। এ পদের পরিবর্তে সেখানে কমপক্ষে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন।
এছাড়া নতুন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট তার দলের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। বর্তমান সংবিধানের এ সুযোগ নেই, প্রেসিডেন্টকে দলনিরপক্ষে হিসেবে শপথ নিতে হয়।
সমালোচকদের দাবি, এরদোগানের ক্ষমতা আরও পোক্ত করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে প্রেসিডেন্ট বলছেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সঙ্গে মিল রেখেই এই পরিবর্তন করা হবে।
এই বিল পাসে তুর্কি পার্লামেন্টে ৫৫০ সদস্যের মধ্যে ৩৩০ সদস্যের সমর্থন প্রয়োজন। আর ৩৬৭ ভোট পেলে গণভোটেরও প্রয়োজন নেই।
অবশ্য ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে) গণভোটের মাধ্যমেই সংবিধান সংশোধন করতে চায়। আগামী মার্চ অথবা এপ্রিলে এই গণভোট অনুষ্ঠিত হতে পারে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন