মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের উদ্ধারকাজ সমাপ্ত

  17-01-2017 01:48PM

পিএনএস ডেস্ক: আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তিন বছর আগে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল মালয়েশিয়ান এয়ানলাইনের বিমানটি। খবর বিবিসির।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের তরফ থেকে গভীর দুঃখ প্রকাশ করে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ভারত মহাসাগরের ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের (৪৬,৩০০ মাইল) বেশি এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে।

ওই অভিযান থেকে নিখোঁজ বিমানটি সম্পর্কে সঠিক কোনো তথ্যই পাওয়া যায়নি। বিমানে থাকা নিহত আরোহীদের স্বজনরা বার বারই হতাশ হয়েছেন। বিমানে থাকা একজন আরোহীর মৃতদেহও উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে নিহতদের পরিবারগুলো এই ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে এটা আবারো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

২০১৪ সালে বেইজিং থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করা এমএইচ-৩৭০ বিমানটির রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন