ট্রাম্পের নামে পতঙ্গের নামকরণ!

  19-01-2017 12:01PM

পিএনএস ডেস্ক: ক্ষুদ্র একটি পতঙ্গকে তার বিশেষ ‘চুলের স্টাইলের’ কারণে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে। নিওপালপা ডোনাল্ডট্রাম্পি নামের ঐ পতঙ্গটিকে ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার করেছেন কানাডীয় গবেষক ভাজরিক নাজারি।

এই নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালি রংয়ের আঁশ যেটি দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চুলের মতো।

প্রেসিডেন্ট ওবামার সময়কালে তার নামে মোট নয়টি প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়। এই সম্মানের বিষয়ে ট্রাম্প কী মনে করেন সেটি অবশ্য এখনো জানা যায়নি।

এই প্রাণীটির পাখার দৈর্ঘ্য এক সেন্টিমিটারের মতো, সেটির আবাসস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে।

নাজারি বলছেন, আমি আশা করি তিনি যুক্তরাষ্ট্রে এধরণের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এধরণের ইকোসিস্টেমে অনেক ধরণের প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন