'ট্রাম্পের ঘৃণিত আচরণই আমাকে ইসলাম গ্রহণে উৎসাহ যোগায়'

  20-01-2017 01:16AM

পিএনএস ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ঘৃণিত আচরণই তাকে ইসলাম গ্রহণে উৎসাহ যোগায় বলে ফেসবুক স্ট্যাটাস জানিয়েছেন লিজা সাকলিন নামের এক মার্কিন নারী। নওমুসলিম ঐ নারী বলেন ট্রাম্পের ইসলাম বিদ্বেষই আমাকে ইসলাম সর্ম্পকে জানতে উৎসাহ যুগিয়েছে।

এক বছর আগে ট্রাম্পের ঘৃণিত আচরনের কারণে তিনি ইসলাম সর্ম্পকে জানতে আগ্রহী হন বলেও তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হল

যে দিন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় সেদিন এক মহিলা তার ফেসবুকে লিখেন, কিভাবে তার (ট্রাম্পের) ঘৃণ্য আচরণ (অলংকারশাস্ত্র) তাকে ইসলামের দিকে ধাবিত করে।

এক বছর আগেল কথা, ডোনাল্ড ট্রাম্পের কিছু ঘৃণিত আচরণ আমাকে কোরআন ষ্পর্শ করতে উদ্বদ্ধ করে (আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তুলনামূলকভাবে ধর্মের বিষয়ে তেমন পড়তাম না) আমি এখন এটা আন্তরিকতার সাথে পড়ি।

"আর এটাই মুসলমানদের সাথে আলাপচারিতার মাধ্যমে আমাকে ইসলাম গ্রহণের ক্ষেত্রে উদ্বদ্ধ করে। যার ফলে আমি নিজেই কৃতজ্ঞ অনুভব করি."

"আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে শপথ গ্রহণের দিন অর্থাৎ ২০ জানুয়ারী ২০১৭ থেকে আমি জনসম্মুখে হিজাব পরা শুরু করব সবসময়ের জন্য”।

"আমি গর্বের সাথে হিজাব পরিধান করব এবং আমি মানুষকে গোপনে ও প্রকাশ্যে সব ধরণের তাদের ধর্মান্ধতার উপর আহ্বান করব”।সূত্র এফবি

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন