৪৮ ঘণ্টা পরেও তুষারের নিচে জীবিত ৮

  20-01-2017 10:22PM

পিএনএস ডেস্ক : ইতালিতে ধসে পড়া ভবনের নিচে ৪৮ ঘণ্টা (দুদিন) ধরে বেঁচে থাকা আট ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। রিজোপিয়ানো নামের ওই হোটেলটি ভূমিকম্পের পর ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র লুকা ক্যারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “তারা জীবিত আছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি।”
উদ্ধারকারীরা বলছেন, বেঁচে যাওয়া ওই আটজনকে তুষারের নিচে পাওয়া গেছে। কিন্তু এখনো তুষার সরানো সম্ভব হয়নি।

দেশটির গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা এরই মধ্যে খুঁজে পাওয়া ওই আট ব্যক্তিকে বাঁচাতে হেলিকপ্টার চেয়ে অনুরোধ করেছেন। তারা প্রায় ৪০ ঘণ্টা ধরে তুষার ও পাথর সরানোর কাজ করছেন।

পরপর কয়েকটি ভূমিকম্পে ইতালির আবরুৎজো অঞ্চলের ওই হোটেলে বড় ধরনের ধসে অনেকে চাপা পড়েন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যুর খবর চিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অন্তত ২০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সেখানে তাপমাত্রা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্য ডিগ্রির নিচে রয়েছে। এর মধ্যেই উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজছে। -সংবাদমাধ্যম।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন