আফগানিস্তানের ভিতর পাকিস্তানের 'সার্জিক্যাল স্ট্রাইক'

  21-02-2017 12:43PM

পিএনএস ডেস্ক: প্রথম বারের মত 'সার্জিক্যাল স্ট্রাইক' করল পাকিস্তান। যদিও পাক সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের উপর করা এই 'সার্জিক্যাল স্ট্রাইক'কে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের একটি অংশের দাবি আফগান সীমান্ত পেড়িয়ে সেদেশের মাটি ব্যবহার করা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে পাক সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি রাতে সিন্ধ প্রদেশের সুফি দরগায় আইএস কর্তৃক সন্ত্রাসবাদী আক্রমণের পরেই নড়েচড়ে বসে পাক প্রশাসন। ঘটনার পরদিনই প্রায় ১০০ জঙ্গিকে হত্যা করে ইসলামাবাদ। আর তার সঙ্গেই মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একটি তালিকা তুলে দেওয়া হয় আফগানিস্তানের হাতে এবং বেশ কড়া ভাবে কাবুলকে জানিয়ে দেওয়া হয় যে তারা যেন অবিলম্বে দোষীদের শাস্তি দেয় নতুবা পাকিস্তানের হাতে তাদের তুলে দেয়।

কিন্তু শেষ পর্যন্ত, গোপন সূত্রে পাক সেনা জানতে পারে যে পাক-আফগান সীমান্তে বেশ কিছু জঙ্গিনেতা জড় হয়েছে বড়সড় সন্ত্রাসী হামলার জন্য। আর এই খবর পেতেই রাতের অন্ধকারে আফগান সীমান্ত পেড়িয়ে জঙ্গি হত্যায় নেমে পড়ে পাক সৈনিকরা। জানা গেছে, আফগান জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরারের ডেপুটি কম্যান্ডারকে হত্যা করার পাশাপাশি তাদের চারটি ঘাঁটিকেই ধ্বংস করে দিয়ে এসেছে পাকিস্তানি সোনারা।

পাক প্রশাসনের পক্ষ থেকে এই 'সার্জিক্যাল স্ট্রাইক'-এর দায় স্বীকার করা না হলেও সূত্রের খবর অনুসারে, কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে আফগান প্রশাসন।

উল্লেখ্য, ভারত বরাবর যে অভিযোগটি পাকিস্তানের বিরুদ্ধে আনে, ঠিক সেই একই অভিযোগ পাকিস্তানও আনে আফগানিস্তানের বিরুদ্ধে। অর্থাত্‍ পাকিস্তান বলতে চায়, আফগানিস্তানের মাটি ব্যবহার করেই জঙ্গিরা পাকিস্তানকে আক্রমণ করে আসছে দীর্ঘকাল ধরে। আর এবার সেই আক্রমণেরই জবাব দিল পাক প্রশাসন বলে মনে করছে কূটনীতিক মহল।

সূত্র: জি নিউজ ২৪


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন