কুয়েত দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  21-02-2017 11:57PM

পিএনএস ডেস্ক: কুয়েত সিটির খালেদিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এই কর্মসূচি শুরু করেন।

তারপর দূতাবার প্রাঙ্গণে তৈরি অস্থায়ী শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দেয় বাংলাদেশ দূতাবাস। পরে কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা পেশাজীবী প্রবাসীরা বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খানের পরিচালনায় সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, “একুশ বাঙালি জাতির এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস। ৫২ ভাষা যেসব শহীদ আন্দোলনে লড়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মায়ের মুখের ভাষা বাংলা কথা বলছি তা না হলে ভিনদেশি ভাষা কথা বলতে হতো।

এছাড়াও কুয়েতে বাংলাদেশি নেতৃস্থানীয় প্রবাসী নেতা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন