আইএসের অস্ত্রবাহী ড্রোন

  22-02-2017 11:15AM

পিএনএস ডেস্ক:কিছুদিন আগে বিশ্বজুড়ে ত্রাসের অন্য নাম ছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একের পর এক অভিনব উপায়ে হামলার পর বিশ্বের অন্যতম সুরক্ষিত রাষ্ট্রগুলোও নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নড়ে বসতে বাধ্য হয়েছিল। কিন্তু একের পর এক মার্কিন ও রুশ হামলার পর জঙ্গি সংগঠনটির আগের ‘ত্রাসের রাজত্ব’ আর আগের মতো নেই।

রাশিয়ার বিমান হানায় আইএস আগেই হারিয়েছিল সিরিয়ায় অবস্থিত ‘রাজধানী’ রাকার দখল। এর পর সংগঠনটির নেতারা এসে আশ্রয় নিয়েছিল ইরাকের মসুল শহরে। শহরটির প্রাচীন ঐতিহ্য ভেঙে দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল তারা। কিন্তু সম্প্রতি সেই শহর থেকেও তাদের তাড়িয়ে দিয়েছে ইরাকি ও মার্কিন সেনারা।

মার্কিনিদের সাহায্যে ইরাকি সেনাবাহিনী আইএসকে মসুল থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ভয়টা এখনো রয়েই গেছে। আর এ ভয়ের কথা নিজ মুখেই রয়টার্সকে জানিয়েছেন ইরাকফেরত এক জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তার মতে, ইরাকে নতুন আতঙ্ক হবে আইএসের ‘অস্ত্রবাহী’ ড্রোন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন