জঙ্গিদের মদদ দিচ্ছে ভারত! দাবি পাকিস্তানের

  22-02-2017 02:16PM

পিএনএস ডেস্ক:পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া অভিযোগ করে বলেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীদের ক্রমাগত মদদ দিচ্ছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চক্রান্তের কথা আমরা সবাই ভালই জানি। '

নিয়ন্ত্রণ রেখার পাশে মুন্নাওয়ার সেক্টরে এসে মঙ্গলবার এ অভিযোগ করেন তিনি।

নিয়ন্ত্রণ রেখায় ভারত বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দাবি করে পাক সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন, ‘নির্দোষ’ কাশ্মিরীদের উপর ভারতীয় সেনার অত্যাচার থেকে নজর ঘুরিয়ে দিতে ও সন্ত্রাসবাদীদের সাহায্য করতেই ভারত এই চক্রান্ত করছে। '

অশান্ত বালোচিস্তান প্রদেশ থেকে কুলভূষণ যাদব নামে এক ভারতীয়র গ্রেফতারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বালোচিস্তানে সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে ভারত।

এদিকে, কিছুদিন আগেই রাজনীতি থেকে সেনাকে দূরে রাখার কথা বলতে গিয়ে ভারতের উদাহরণ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। তবে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাই করছেন বলে ভারতীয় বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন