ইউরোপে আসছেন আরেক ট্রাম্প, মসজিদ-কুরআন নিষিদ্ধ করতে চান তিনি

  23-02-2017 08:30AM


পিএনএস ডেস্ক: এক ট্রাম্পেই অতিষ্ঠ মুসলমানরা। এরই মধ্যে পশ্চিমা মিডিয়া জানাচ্ছে, ইউরোপে আভির্ভাব হচ্ছে নতুন আরেক ট্রাম্পের। তিনি হলেন নেদারল্যান্ডের রাজনীতিবিদ জার্ট উইল্ডার্স। ধারণা করা হচ্ছে, দেশটির আগামী নির্বাচনে তিনিই হতে পাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী।

উইল্ডার্স ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হলে তার দেশের সব মসজিদ বন্ধ করে দেবেন। নিষিদ্ধ করবেন কুরআনকে। এছাড়া বন্ধ করবেন মুসলমিদের অভিবাসন।

উইল্ডার্সের মতে, মুসলমানরা হচ্ছে সন্ত্রাসের মূল। সম্প্রতি এক বক্তব্য ডানপন্থী এই নেতা বলেন, ডাচ মূল্যবোধ হল খ্রিষ্টান ও ইহুদী ধর্মের মূল্যবোধ। এর সাথে ইসলাম যায় না।

বুধবার ইউএস টুডের সাথে এক সাক্ষাতকারে ৫৩ বছর বয়েসী এই রাজনীতিবিদ আরো বলেন, যেসব দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব দেশে কোনো শান্তি নেই, মানুষের অধিকার নেই। ইসলাম এবং স্বাধীনতা একসাথে থাকতে পারে না। সূত্র: ইউএস টুডে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন