গর্ভভাড়ার সন্তান অবৈধ ঘোষণা পাকিস্তানের আদালতে

  23-02-2017 10:14AM


পিএনএস ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়া আদালত 'সারোগেট' মায়ের মাধ্যমে সন্তান জন্মদানকে নাজায়েজ বা অবৈধ ঘোষণা করেছে। গত মঙ্গলবার ঘোষিত এক রায়ে আদালত বলেছে, সন্তান জন্মদানের জন্য টেস্ট টিউব পদ্ধতি গ্রহণকে ইসলামের দৃষ্টিতে জায়েজ বা বৈধ।

জানা যায়, গর্ভ ভাড়াদানকারী বা সারোগেট মায়ের কদর বাড়ছে বিশ্ব জুড়েই। মূলত গর্ভধারণে অক্ষম নারীদের ভ্রুণ অর্থের বিনিময়ে নিজের গর্ভে ধারণ করেন যেসব নারী তাদের বলা হয় সারোগেট মা। জন্মদানের পর এই মায়েরা সন্তানকে ভ্রুণের মালিক আসল মায়ের কাছে ফিরিয়ে দেন। এই পদ্ধতিতে সন্তান জন্মদানের বিষয়টিও সহজ।

তবে পাকিস্তানের আদালত টাকার বিনিময়ে 'সারোগেট' মায়ের মাধ্যমে সন্তান জন্মদানকে অবৈধ এবং কুরআন ও সুন্নাহর বিরোধী বলে জানিয়েছে। এ ব্যাপারে দেশটির আদালত জানায়, বাবার বীর্য এবং মায়ের ডিম্বানুকে যথাযথ চিকিৎসা পদ্ধতিতে টেস্ট টিউবে গর্ভধারণের জন্য রাখা যাবে। পরে তা ভ্রুণে পরিণত হলে আসল মায়ের গর্ভে রাখা যাবে। কিন্তু অন্য নারীর ভ্রুণকে সারোগেট মা নিজের গর্ভে ধারণ করলে, তা অবৈধ হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন