কখনোই গোলান মালভূমি সিরিয়াকে দেবে না ইসরাইল

  25-02-2017 03:20AM

পিএনএস ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমি কখনো সিরিয়ার কাছে ফেরত দেওয়া হবে না। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠককালে তিনি এ ঘোষণা দেন।

নেতানিয়াহু বলেন, ‘গোলানের ওপর থেকে কখনো দখলদারিত্বের অবসান ঘটবে না। আমি চাই আপনারা সবাই ইসরায়েলে আসুন, আপনারা জেরুজালেমের রাস্তায় হাঁটুন, গোলান মালভূমিতে বেড়ান। তবে যাই হোক, গোলান মালভূমি কখনো সিরিয়ার কাছে ফিরে যাবে না। এটা সবসময় ইসরায়েলের অংশই থাকবে।’

এদিকে নেতানিয়াহুর অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিডনি টাউন হলে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য নেতানিয়াহু দায়ী। এসব অপরাধের জন্য তাকে সিডনিতে স্বাগত জানানো নয় বরং এই ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। বিক্ষোভকালে নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন