হোয়াইট হাউসের ব্রিফিংয়ে সিএনএন-নিউইয়র্ক টাইমসকে বাধা

  25-02-2017 10:21AM


পিএনএস ডেস্ক: সিএনএন-নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হলো না হোয়াইট হাউসে। ক্যামেরায় ধারণ হয় না এমন একটি ব্রিফিংয়ে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে যেতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

টেলিভিশনে সম্প্রচারিত ‘কিউ’ ও ‘এ’ সেশনের মতো ব্রিফিংয়ের চেয়ে কম আনুষ্ঠানিক গ্যাগেল নামে ওই ব্রিফিংয়ে বাধাপ্রাপ্ত অন্য সংবাদমাধ্যমগুলো হলো লস অ্যাঞ্জেলেস টাইমস, পলিটিকো এবং বাজফিড।
গ্যাগেল ব্রিফিংটি করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। পরে এক বিবৃতিতে ওই সংবাদমাধ্যমগুলোকে বাধা দেওয়ার ব্যাখ্যা দিয়ে বলা হয়, যেহেতু হোয়াইট হাউসের পুল রয়েছে, সেহেতু তারা অন্যদের প্রতিনিধিত্ব করবে এবং আমাদের কাছ থেকে সব তথ্য পাবে।

সাধারণত একটি টেলিভিশন নেটওয়ার্ক ও একটি প্রিন্ট আউটলেট থেকে একজন করে প্রতিনিধি নিয়ে পুল গঠিত হয়। এই পুলের অংশ হিসেবে এনবিসি, এবিসি, সিবিএস ও ফক্স নিউজকে আমন্ত্রণ জানানো হলেও গ্যাগেলে বাধা দেওয়া হয় সিএনএনকে।

ঠিক একইভাবে নিউইয়র্ক টাইমসকে বাধা দেওয়া হলেও সেই ব্রিফিংয়ে ঢুকতে দেওয়া হয় ব্রেইবার্ট নিউজ, দ্য ওয়াশিংটন টাইমস এবং ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক নামে রক্ষণশীল সংবাদমাধ্যমগুলোকে।

হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সিএনএন ও নিউইয়র্ক টাইমস। এটাকে মিডিয়ার ওপর ট্রাম্পের প্রতিশোধপরায়ণতা ইঙ্গিত দিয়ে সিএনএনের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের হোয়াইট হাউসের পক্ষ থেকে এটা একেবারেই অগ্রহণযোগ্য একটি পদক্ষেপ। মনে হচ্ছে কিছু প্রতিবেদন তাদের মনোপূত না হওয়ায় এখন প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আমরা নির্দ্বিধায় এমন রিপোর্টিং চালিয়ে যাবো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন