সাংবাদিকদের অনুষ্ঠান বয়কটের ঘোষণা ট্রাম্পের

  26-02-2017 11:04AM

পিএনএস ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য করেসপনডেন্ট ডিনার বয়কট করার ঘোষণা দিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ২৯ তারিখ মূলধারার সংবাদ মাধ্যমগুলোর হোয়াইট হাউজ প্রতিনিধিদের সঙ্গে তিনি বার্ষিক নৈশভোজেও যোগ দেবেন না।

প্রতিবছর হোয়াইট হাউজে প্রেসিডেন্টের অভ্যর্থনায় আয়োজিত এই অনুষ্ঠানে জমকালো এই অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিখ্যাত ব্যক্তি ও রাজনীতিবিদরা অংশ নিয়ে থাকেন।

আগেরদিন হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে বিশ্ব গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংবাদপত্র ও প্রতিষ্ঠানের কর্মীদের ঢুকতে না দেয়ার পরদিনই ট্রাম্প এই নতুন ঘোষণা দেন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগেই সংবাদ মাধ্যমকে বিরোধী দল হিসেবে আখ্যা দিয়েছিল। এবার তার নমুনাও দেখা গেল। শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের প্রেস ব্রিফিংয়ে ঢুকতে দেওয়া হয়নি সিএনএন, নিউইয়র্ক টাইমস, পলিটিকো, বিবিসি ও গার্ডিয়ানের মতো বড় বড় পত্রিকা ও সংবাদ সংস্থাগুলোকে।

এর আগে টুইটারে তিনি সিএনএন, নিউইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলে অভিহিত করেছেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে ট্রাম্পের দলের সহযোগীদের গোপন যোগাযোগের বিষয়টি নিয়ে রিপোর্ট করায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন