ট্রাম্প ও গণমাধ্যম: কে কার প্রতিপক্ষ?

  27-02-2017 03:41PM


পিএনএস ডেস্ক: ডোলান্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা লাভের পর থেকেই যিনি একের পর এক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। গণমাধ্যমেও তাকে নিয়ে লেখা হচ্ছে নানা নেতিবাচক লেখা। তবে ট্রাম্প বলছেন, তাকে নিয়ে এসব 'গল্প কাহিনী', মিথ্যা।

তবে, ট্রাম্পের এমন মন্তব্য মেনে নিতে একেবারেই নারাজ মার্কিন গণমাধ্যম। গণমাধ্যমগুলোর প্রতিনিধিরা বলছেন, ট্রাম্পের নাকি মিডিয়া 'আদিখ্যেতা' আছে। নিজেকে স্পটলাইটে আনতে বরাবরই ট্র্যাম্প 'নাটক' করেছেন।

নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস-বিষয়ক প্রতিবেদক ম্যাগি হাবারম্যান বলেন, 'ট্রাম্প সব সময় আমার রিপোর্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি নাকি তাকে নিয়ে অকারণে লিখি। তারপরও আমি বলব, তিনি আমার দেখা সব থেকে বেশি আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি।'

ম্যাগি আরো বলেন, 'ট্রাম্পের জন্য গণমাধ্যমে আসাটাই প্রধান। তার অফিসের প্রতিটি দেয়াল তাই প্রমাণ দেয়। বিগত বছরগুলোতে তাকে নিয়ে লেখা প্রতিটি খবরের প্রিন্ট শোভা পাচ্ছে তার অফিসকক্ষর দেয়ালে। শুধু তাই নয়, তিনি সংরক্ষণ করেছেন বিভিন্ন রেকর্ডিং-ও।'

গণমাধ্যম প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য নিয়ে আরেক সাংবাদিক তারা পালমেরি (পলিটিকো'র হোয়াইট হাউস-বিষয়ক প্রতিবেদক) বলেন, 'ট্রাম্প মূলত প্রশংসা কুড়াতে চান। কিন্তু গণমাধ্যমে তেমন কিছু খুঁজে না পাওয়ায় ট্রাম্প এমন মন্তব্য করেছেন।'

এক সংবাদ সম্মেলনের পর ডেইলি বিস্টের সম্পাদক গ্রোভ এক টুইটে বলেন- 'ট্রাম্প এই মহাবিশ্বের সবচেয়ে বড় সংবাদ। তাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব খবর নিয়েই তিনি অবহিত থাকেন। '

তবে গণমাধ্যম নিয়ে ট্রাম্পের অবস্থানকে অন্যভাবে দেখছেন গণমাধ্যমকর্মীরা। তারা মনে করছেন বিতর্কমূলক ঘটনার সাহায্যে অলোচনায় থাকার পরিকল্পনা যখন কাজে লাগছে না, তখনই ট্রাম্প ক্ষেপে উঠছেন গণমাধ্যমের ওপর।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন