৩৯ পাকিস্তানী বন্দীকে মুক্তি দেবে ভারত

  28-02-2017 10:29AM

পিএনএস ডেস্ক: অবশেষে ইসলামাবাদের শান্তির বার্তায় সাড়া দিয়েছে দিল্লি। কারাগারে থাকা ৩৯ জন পাকিস্তানি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এদের মধ্যে ২১ বন্দী নিজেদের বন্দিদশা শেষ করেছে। বাকি ১৮ জেলে ভুলবসত মাছ ধরতে গিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের সাজার মেয়াদ এখনো শেষ হয়নি।

ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত জানিয়েছেন, কয়েকদিন আগে ভারতীয় জওয়ান বাবুলাল চৌহানকে মুক্তি দেয় পাক সরকার। ওই ঘটনার পর ভারতে যেসব পাকিস্তানিকে কারাগারে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দেয়া উচিত।

প্রথমে ভারতে থাকা পাক বন্দীদের সনাক্তকরণ করা হয়। এরপর পাকিস্তান তাদের নাগরিকত্ব স্বীকার করার পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ১ মার্চ বন্দীদের মুক্তি দেওয়া হবে। মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদকে পাক সরকার গৃহবন্দি করার পর পাক বন্দীদের মুক্তির সিদ্ধান্তের মাধ্যমে দু’দেশের শান্তি স্থাপনের রাস্তা খুলে দিল দিল্লি।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানে বন্দী ২শ ভারতীয় জেলেকে মুক্তি দেয় সেদেশের সরকার। বন্দীরা অসাবধানতায় পাক সীমান্তে ঢুকে পড়েছিল।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন