অন্ধ্রপ্রদেশে বাস খালে পড়ে নিহত ৮

  28-02-2017 02:47PM


পিএনএস ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে সেতু থেকে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে আট জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে অন্ধ্রের বিজয়বারা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

অভিযোগ করা হয়েছে, ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় তন্দ্রাচ্ছন্ন চালক ভলবো বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

গ্যাস কাটার ব্যবহার করে বিধ্বস্ত বাসটির আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

১০০০ কিলোমিটার দূরের গন্তব্যে রওয়ানা হওয়া বাসটি বিজয়বারাতে যাত্রাবিরতি করেছিল। এখানে নতুন একজন চালক বাসটির দায়িত্ব নেন।

ভোর প্রায় সাড়ে ৫টার দিকে বাসটি সেতুর একটি ডিভাইডারের ওপর দিয়ে উঠে গিয়ে সেতুর দুই লেনের মধ্যবর্তী ফাঁক গলে খালে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এই অংশে আরো অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন