ভারতের ‘নিখোঁজ’ দুই সুফি পাক গোয়েন্দা হেফাজতে

  19-03-2017 08:21AM


পিএনএস ডেস্ক: দিল্লির হজরত নিজামউদ্দিন দরগার নিখোঁজ দুই সুফি বা ধর্মীয় গুরু পাকিস্তানের গোয়ান্দা সংস্থার হেফাজতে রয়েছেন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নামে পাকিস্তানের একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেই ওই দুই জনকে হেফাজতে রেখেছেন পাক গোয়েন্দারা।

গত ১৪ মার্চ করাচিগামী শাহিন এয়ারলাইন্স বিমান থেকে লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় সৈয়দ আসিফ নিজামি ও তার ভাইপো নাজিম নিজামিকে। সেখানেই এই দুই ভারতীয় ধর্মীয় গুরুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোপন কোনো জায়গায় নিয়ে যান পাক গোয়েন্দারা।

জানা গেছে, এই দুই ধর্মীয় গুরুর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ না-মিললে তারা ছাড়া পাবেন।

এমকিউএম হল পাকিস্তানের একটি আঞ্চলিক দল। দক্ষিণ সিন্ধু, বিশেষত করাচি, হায়দরাবাদ, সুক্কুরে এই দলটির যথেষ্ট প্রভাব রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন