‘সন্ত্রাসীদেরকে অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের মুখোশ খুলে গেছে’

  21-03-2017 02:44AM

পিএনএস ডেস্ক: সন্ত্রাসী সংগঠনকে যারা নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের মুখোশ খুলে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

রবিবার ইস্তাম্বুলে তুর্কি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, ‘ইউরোপে সাম্প্রতিক ঘটনায় এটা প্রমাণ করে যে, তুরস্কের বিরুদ্ধে তাদের সংগ্রাম এক নতুন মাত্রায় প্রবেশ করেছে।’

আগামী ১৬ এপ্রিলের তুরস্কের গণভোট উপলক্ষ্যে এর পক্ষে প্রচারনা চালাতে ইউরোপীয় কয়েকটি দেশ তুর্কি সরকারের মন্ত্রীদের বাধা দেয়। এ নিয়ে তুরস্কের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরে বিরোধের সৃষ্টি হয়েছে। এরই মধ্য গত শনিবার জার্মানি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে মিছিল করার অনুমতি দেয়; যা এই বিরোধে নতুন করে ঘি ঢেলে দিয়েছে।

এরদোগান বলেন, ‘সন্ত্রাসী গ্রুপকে ব্যবহার করে যারা আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তারা হচ্ছেন ডলার কেনার এজেন্ট, তাদের নিজেদের মুখোশ খুলে গেছে।’

তিনি বলেন, ‘তুরস্ককে ‘নরম সুরে কথা বলার পরামর্শ দিয়ে তারা আমাদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু সেই দিন আর নেই।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের একজন নাগরিককেরও কোনো ধরনের ক্ষতি মেনে নিব না। যেসব দেশ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে।’

পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইইউ একটি সন্ত্রাসী সংগঠন হিসিবে তালিকাভুক্ত করেছে। সংগঠনটি তিন দশকেরও বেশি সময় ধরে তুরস্কের বিরুদ্ধে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে তাদের হাতে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র: আনাদুলো এজেন্সি

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন