লন্ডন হামলায় যা কিছু

  23-03-2017 02:12AM



পিএনএস ডেস্ক: লন্ডনে স্থানীয় সময় বিকাল পৌনে তিনটা নাগাদ দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্টমিনস্টারে সংসদ চত্বরে এক ব্যক্তি একজন পুলিশকে ছুরিকাঘাত করেছে। পার্লামেন্ট হাউসের চত্বরেই পুলিশ সদস্যরা হামলাকারীকে গুলি করেছে।

পুলিশ এই হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে।

হামলাকারী নিকটবর্তী ওয়েস্টমিনস্টার সেতুর উপর ছাই রঙা একটি হাউন্ডাই গাড়ি নিয়ে উঠে বেশ কিছু পথচারীর উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়। এরপর গাড়িটি সে সেতুর রেলিংএ বিধ্বস্ত করে দেয়।

পথচারী একজন মহিলা যাকে গাড়ি দিয়ে পিষে দেয়া হয়েছিল তিনি মারা গেছেন বলে পরে জানা যায়।

হামলাকারী গাড়িটি রেলিংয়ে মারার পরপরই ওয়েস্টমিনস্টার সংসদ ভবনের ফটক দিয়ে ঢুকে পড়ে এবং একজন পুলিশ অফিসারকে ছুরি মারে বলে খবরে বলা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন লোকটি হাতে ছুরি ধরা অবস্থায় দ্বিতীয় আরেকজন পুলিশ সদস্যের দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে গুলি করে।

সংসদের উভয় কক্ষ, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস বন্ধ করে রাখা হয়েছে। কাছের সেন্ট টমাস হাসপাতাল এলাকাও বন্ধ করে দেয়া হয়েছে।

জনসাধারণকে ওই এলাকায় যেতে বারণ করা হচ্ছে এবং ওই এলাাকর ওয়েস্টমিনস্টার পাতাল রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

বিকাল পৌনে তিনটা নাগাদ গুলি যখন চলছিল তখন একটি জাগুয়ার গাড়ি প্রধানমন্ত্রী টেরেসা মে-কে নিয়ে সংসদ ভবন চত্বরে ঢোকে।

প্রধানমন্ত্রী ঠিক আছেন বলে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন