যুক্তরাষ্ট্রে ‘মায়ের দুধ’ আমদানিতে ইউনিসেফের নিন্দা

  23-03-2017 11:22AM

পিএনএস ডেস্ক: কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রে ‘মায়ের দুধ’ আমদানি করার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এতে কম্বোডিয়ার মা ও শিশু পুষ্টিহীনতার শিকার হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

মার্কিন মায়েদের জন্য ‘প্যাকেটজাত মায়ের দুধ’ বিক্রি করছে যুক্তরাষ্ট্রের উতাহভিত্তিক একটি কোম্পানি। এ ঘটনা সামনে আসায় কম্বোডিয়ার সরকারও তার দেশ থেকে মায়ের দুধ রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন কোম্পানি অ্যামব্রোশিয়া ল্যাবস কম্বোডিয়া থেকে গরীব মায়েদের কাছ থেকে অল্প দামে বুকের দুধ সংগ্রহ করে। সেগুলো হিমায়িত করে জাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। এরপর পাস্তুরিত প্রক্রিয়ায় প্যাকেটজাত করা হয়। মাত্র ১৪৭ মিলিলিটার দুধের প্যাক ২০ ডলারে বিক্রি করা হচ্ছে মার্কিন মায়েদের কাছে।

কোম্পানিটির দাবি, বিশ্বে প্রথমবারের মতো তারাই বিদেশ থেকে আমদানিকৃত বুকের খাঁটি দুধ বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের যেসব মায়েরা তাদের শিশুদের পর্যাপ্ত বুকের দুধ সরবরাহ করতে পারছেন না, তারা এটা ব্যাপক হারে সংগ্রহ করছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন