'যোগী মুখ্যমন্ত্রী হলে তো দাউদ সিবিআই ডিরেক্টর হতে পারে'

  24-03-2017 09:25PM

পিএনএস: শপথ নেয়ার কয়েক দিন কেটে গেলেও সমালোচনা পিছু ছাড়ছেন না ভারতের উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

তার চিন্তাধারা, কাজকর্ম, বির্তকিত মন্তব্য, মামলা সবকিছু নিয়েই সমালোচনার ঝড় বইছে।

আদিত্যকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ করছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক, কবি-সাহিত্যিক, অভিনেতা, চিত্র পরিচালকসহ বিভিন্ন পেশার মানুষ তার সমালোচনায় মুখর।

এবার আদিত্যকে সমালোচনায় বিঁধলেন বলিউডের ফিল্মমেকার শিরিষ কুন্দর। আদিত্যনাথকে 'গুণ্ডা' বলেও আখ্যায়িত করেছেন তিনি।

আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর লেখক চেতন ভগত এক টুইট বার্তায় লেখেন, 'যদি ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটাকেও ক্লাস মনিটরের দায়িত্ব দেয়া হয়, সে কিন্তু সবচেয়ে ভাল ব্যবহার করে।'

এরপর শিরিষ টুইট করেন, 'একজন গুণ্ডাকে শাসনক্ষমতা দিলে সে দাঙ্গা থামাবে এটা আশা করা, আর একজন ধর্ষককে ধর্ষণের অনুমতি দিলে সে ধর্ষণ বন্ধ করবে- দুটো একই ব্যাপার।'

চেতনের নাম উল্লেখ না করলেও, এই টুইট চেতনের টুইটের প্রতিক্রিয়া বলেই মনে করছেন অনেকে।

এখানেই থামেননি শিরিষ। অন্য এক টুইটে তিনি আরও লিখেছেন, 'একজন গুণ্ডাকে মুখ্যমন্ত্রী করলেই যদি সে ঠিক হয়ে যায়, তা হলে তো দাউদ ইব্রাহিম সিবিআই ডিরেক্টর আর বিজয় মাল্য আরবিআই গভর্নর হয়ে যেতে পারে।'

শিরিষের এই মন্তব্যের পর অনেকে প্রকাশ্যেই তাকে সমর্থন করেছেন। আবার তার পাল্টা সমালোচনাও করেছেন অনেকেই।

তবে শেষ পর্যন্ত নিজের দুটো টুইট-ই ডিলিট করেছেন শিরিষ।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন