কোরিয়ার উপদ্বীপে মার্কিন যুদ্ধবিমানের মহড়া

  26-03-2017 02:05PM


পিএনএস ডেস্ক: পূর্ব ঘোষণা ছাড়াই কোরিয়ার উপদ্বীপে বিস্ফোরণ হামলার মহড়া দিয়েছে মার্কিন বিমান। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্ব দিকে গাংওন প্রদেশের পর্বত ঘেরা এলাকায় এই মহড়া চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান মহড়ায় অংশ নেয় F-35 যুদ্ধবিমান। আকাশে বিমান থেকে কিভাবে নিশানাকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে হয় তা এই মহড়ার মূল বিষয় ছিল।

এদিকে এই প্রথম কোরিয়ার উপদীপে মহড়া চালালো F-35B যুদ্ধবিমানটি, যেটির বোমা হামলার ক্ষেত্রে এবং যুদ্ধনীতিতে সুনাম আছে। এই যুদ্ধবিমানের গতি শব্দের গতির চেয়ে ১.৬ গুণ বেশী।

কোরিয়ার উপদ্বীপে হামলা চালাবে সেই ব্যাপারে আগে কিছু ঘোষণা করেনি মার্কিন এই যুদ্ধ বিমানটি। অন্যদিকে সেউল ও পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা বাড়ছে। ঠিক তখনই এই যুদ্ধবিমান বিস্ফোরণ হামলার মহড়া চালানোয় কপালে ভাঁজ পড়েছে কোরিয়ার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন