চীনে ভূমিকম্প

  27-03-2017 01:25PM


পিএনএস ডেস্ক: চীনে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল প্রায় ১২ কিলোমিটার গভীরে। তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ইয়ংবি কাউন্টিতে এ ঘটনা ঘটে।


চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার আগে ও পরে একই এলাকায় ৩ থেকে ৪.৭ মাত্রার আরো চারটি কম্পন হয়।


ইয়াংবির গণসংযোগ কর্মকর্তা ওয়াং সিয়াজুন জানান, ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল কাউন্টির আজিয়া ও পুলিং গ্রামে। সেখানে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।উদ্ধারে দমকল ও চিকিৎসা কর্মীরা সেখানে গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন