অস্ট্রেলিয়ায় ‘দানবীয়’ সাইক্লোন ডেব্বির হানা

  28-03-2017 10:26AM


পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে ঘন্টায় ২৬৩ কিমি গতিবেগে সাইক্লোন হানা দিয়েছে। জনপ্রিয় অবকাশ যাপনের এই এলাকাটি থেকে ২৫ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। ক্যাটাগরি ৪ মাত্রার সাইক্লোন ডেব্বি মঙ্গলবার স্থানীয় সময় ১৪:০০টায় (০৪:০০ গ্রিনিচ সময়) মূল ভূখণ্ডে হানা দিতে পারে।

প্রায় ২৩ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায় ২০১১ সালে সাইক্লোন ইয়াসির পর এটি হতে যাচ্ছে সবচেয়ে মারাত্মক ঝড়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো থেকে বলা হয় সাইক্লোনটি ‘খুবই ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এবং এটি এরই মধ্যে হুইটসানডে দ্বীপপুঞ্জে চলে এসেছে।

বাতাসের গতিবেগ নিয়ে স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানায়-‘বাতাস এতো জোরে বইছে যেন দ্রুতগামী মালবাহী ট্রেন ডান-বামে উড়ে উড়ে আসছে!’ সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন