মুসলমানদের মাংস ভক্ষণ বন্ধের পরামর্শ

  29-03-2017 02:23AM

পিএনএস ডেস্ক: মুসলমানদেরকে মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সমাজবাদী পার্টির গুরুত্বপূর্ণ নেতা আজম খান। ভারতের দুই রাজ্যে কসাইখানা বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় তিনি এমন পরামর্শ দেন।

একই সঙ্গে তার প্রশ্ন, কেরল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মত রাজ্যে গোহত্যা চলবে অথচ অন্য রাজ্যে চলবে না, এটা কেন? ফলে সারা ভারতেই গোহত্যা বন্ধ করার দাবি জানিয়েছেন আজম খান।

তিনি বলেন, আইনি আর বেআইনি পশুহত্যা আবার কী? বৈধ-অবৈধ না দেখে সমস্ত কসাইখানা বন্ধ করে দেয়া হোক। প্রাণীহত্যা একেবারেই মেনে নেয়া যায় না।

প্রাণীহত্যা বন্ধ করার পাশাপাশি মুসলমানদের মাংস ভক্ষণ বন্ধেরও পরামর্শ দিয়েছেন তিনি। সমস্ত মুসলমানের কাছে তার আবেদন, মাংস খাওয়া ছেড়ে দিন, মাংস খেতেই হবে, এমন কিছু ইসলামে বলা নেই। এ ব্যাপারে ভাবনাচিন্তা করুন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে গোটা রাজ্যে কসাইখানার বিরুদ্ধে অভিযান চলছে। আর এর প্রতিবাদে ধর্মঘট পালন করছে মাংস ব্যবসায়ীরা।

উত্তরপ্রদেশের পর ঝাড়খণ্ডেও কসাইখানা বন্ধ করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন